top of page

নেতাজি পুরবাজারে পুলিশের হানায় উদ্ধার প্রচুর শব্দবাজি

বিপুল পরিমাণ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


উচ্চ আদালতের নির্দেশে শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। এরই মাঝে কিছু অসাধু ব্যবসায়ী শব্দবাজি মজুত করতে শুরু করেছিল। চড়া দামে সেই শব্দবাজি বিক্রির ছক কষেছিল বিক্রেতারা। গোপন সূত্রে সেই খবর পেয়ে নেতাজি পুরবাজারে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। ১৪৭ বাক্স শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া আতশবাজির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। ধৃত ব্যবসায়ীকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। আগামী দিনেও পুলিশের এই অভিযান চলবে বলে জানিয়েছেন ইংরেজবাজার থানার আইসি।


malda-police-recovers-huge-number-of-firecrackers-before-kali-puja
চড়া দামে শব্দবাজি বিক্রির ছক কষেছিল বিক্রেতারা



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page