গাজোলে সংক্রমণ, হাফ সেঞ্চুরির দোরগোড়ায় মালদা
জেলার করোনা মানচিত্রে নতুন সংযোজন হল গাজোল। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ১১৷ এখনও পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৷ নতুন করে করোনা আক্রান্ত শ্রমিকদের পুরাতন মালদার করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷
সময়ের সাথে সাথে করোনার দাপট অব্যাহত। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ জন। ফলে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫। গত ২৪ ঘণ্টায় ৬০৪টি লালারসের নমুনার রিপোর্ট পাওয়া যায় মালদা মেডিকেল কলেজের থেকে। আক্রান্তদের ১০জন মানিকচক এলাকার ও একজন গাজোলের। গৌড়কন্যা বাস টার্মিনাসে এই পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মাঝেই স্বাস্থ্য দফতর সূত্রে স্বস্তির খবরও পাওয়া গেছে, মালদার কোভিড হাসপাতাল থেকে একজন রোগী গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ আরও ১০ জনকে আজ দুপুরের মধ্যেই বাড়ি ফেরানো হবে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোনও মৃত্যু ঘটে নি।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মালদা মেডিকেল কলেজে মোট ৬ হাজার ৯২৭টি নমুনার পরীক্ষা করা হয়েছে এবং এখনও ৫৪৯টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি৷ আগামী কয়েকদিনের মধ্যে সংখ্যাটি আরও বাড়তে পারে৷ কারণ, মালদা মেডিকেল কলেজ থেকে এখনও তিন হাজারের বেশি নমুনার রিপোর্ট আসেনি৷
Comments