top of page

পড়ুয়াদের ভীতি কমাতে ম্যাথ পার্ক গড়ল শোভানগর হাইস্কুল

কয়েকদিন আগেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে চর্চায় উঠে এসেছিল ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল। এবার পড়ুয়াদের মন থেকে ভীতি দূর করতে অভিনব উদ্যোগ নিল এই স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ছাদে তৈরি করা হল ম্যাথ পার্ক। আজ বিদ্যাসাগরের জন্মদিনে অনুষ্ঠানের মাধ্যমে সেই পার্কের উদ্বোধন করা হয়।


স্কুলের প্রধান শিক্ষক ড. হরিস্বামী দাস জানান, কিছুদিন ধরে অঙ্কের প্রতি পড়ুয়াদের ভীতি কমানোর জন্য ম্যাথ পার্ক তৈরির কথা চিন্তাভাবনা করা হচ্ছিল। অবশেষে আজ সেই পার্কের উদ্বোধন করা হল। ছাত্রছাত্রীরা যাতে খেলার ছলে অঙ্ক শিখতে পারে, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পার্কটি গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজমের নামে উৎসর্গ করা হয়েছে। এই পার্কে বিভিন্ন গাণিতিক আকৃতি, বিভিন্ন সূত্র, বিশিষ্ট গণিতজ্ঞদের কথা সবই থাকছে। পার্কে গিয়ে সহজেই ছাত্রছাত্রীরা এসব শিখতে পারবে। পাশাপাশি পড়ুয়াদের সাহায্যের জন্য শিক্ষকরা থাকছেন।


Malda-Shobhanagar-High-School-built-a-math-park
স্কুলের ছাদে তৈরি করা হল ম্যাথ পার্ক



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page