top of page

সম্প্রীতির বোনফোঁটায় মাতল মালদার বোনেরা

গুরু নানকের জন্মদিনে গত দু’বছর মালদা শহরে বোনফোঁটার আয়োজন দেখেছে শহরবাসী। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ শহরের মকদুমপুরে ইংরেজবাজার পুরসভার ‘মালদার উঠোনে’ ফের আয়োজন করা হয়েছিল বোনফোঁটার। বোনেদের কপালে ফোঁটা দিয়ে, মিষ্টিমুখ করিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করলেন বোনেরাই। এই আয়োজনে ছিল না কোনও ধর্মীয় সীমারেখা। যথার্থই সম্প্রীতির বোনফোঁটায় মেতে উঠেছিলেন বোনেরা।



অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সুদেষ্ণা মৈত্র জানান, ‘ক্যালেন্ডারের পাতায় মেয়েদের ব্রত উদযাপনের অনেক দিন রয়েছে। কিন্তু প্রতিটি ব্রতই তার স্বামী, সন্তান কিংবা প্রিয়জনদের মঙ্গল কামনায়। শুধুমাত্র মেয়েদের আয়ু বৃদ্ধি কিংবা মঙ্গলের জন্য সেখানে একটা দিনও ধার্য নেই। তিন বছর আগে এই বিষয়টিই আমার মাথায় আসে। সেবার ফেসবুকে বোনফোঁটার আয়োজন করব বলে জানাই। আমার পাশে দাঁড়িয়েছিল কয়েকজন বোন। তারপর প্রতি বছর এই অনুষ্ঠানে বোনেদের সংখ্যা বাড়ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা চাই, এই দিনটি যেন ক্যালেন্ডারের পাতায় বোনফোঁটা হিসাবেই জায়গা পায়। এখানে কোনও ধর্ম বা জাতির বিষয় নেই। আমরা সবাই বোন।’



এবার প্রথম বোনফোঁটায় অংশ নেওয়া মালদা শহরের হুসনারা বেগম জানালেন, ‘প্রথমবার এই অনুষ্ঠানে অংশ নিয়ে খুব ভালো লাগছে। আগে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। আমাদের ধর্মে এমন অনুষ্ঠানের চল নেই। কিন্তু এটা তো মানুষের উৎসব। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো বাস্তব। এমন ছবিতেই সম্প্রীতির ছোঁয়া থাকে। আজ সেই ছোঁয়া পেলাম এই অনুষ্ঠানেও। খুব ভালো লাগছে। এই পরম্পরা বজায় থাকুক।’




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page