বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত কিশোরী
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক কিশোরী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মানিকচকের বড়োবাগান নাকিরটোলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
আহত ওই কিশোরীর নাম হাসিফা খাতুন (৭)। বাড়ি মানিকচকের নাকিরটোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে বাড়ি থেকে সামান্য দূরে খেলছিল হাসিফা। খেলতে খেলতে একটি বল দেখতে পায় সে। সেই বল পা দিয়ে নাড়াতেই বিকট শব্দে কেপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি হাসিফাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। কীভাবে ওই বোমা ওই এলাকায় এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ ৩ জানুয়ারি থেকে মালদায় বইমেলার আসর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios