top of page

সমলিঙ্গে বিবাহের সাক্ষী থাকল মালদা

সমলিঙ্গে বিবাহের সাক্ষী থাকল মালদা শহর। গতকাল রাতে মালদা শহরের হ্যান্টা কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই যুবতি। রীতিমতো নিয়ম মেনে মালা বদল করে সিঁদুর পরিয়ে বিবাহ সম্পন্ন করেছেন দু’জনে। গভীর রাতে এই বিয়ের খবর সকাল হতেই ছড়িয়ে পড়ে। তা নিয়ে শহর জুড়ে চলছে চর্চা।


কালিয়াচক থানার খাস চাঁদপুর এলাকা ও বামনগোলা থানার নালাগোলা এলাকার বাসিন্দা ওই দুই যুবতি। দুজনেই সাবালিকা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সেকথা পরিবারের লোকদেরও জানান। কিন্তু বিষয়টি কেউ মেনে নিতে রাজি হননি। তাই বাধ্য হয়ে তাঁরা পালিয়ে বিয়ে করেন।



সদ্য বিবাহিত দুই যুবতি জানান, গত ২ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক৷ একসময় নিজেরা বিয়ে করার সিদ্ধান্ত নিই৷ বাড়ির লোকজনকে বলেছিলাম, বিয়ে না করলেও আমরা সারা জীবন বন্ধু হিসাবে একে অন্যের সঙ্গে থাকতে চাই৷ কিন্তু কেউ আমাদের কোনো কথা শুনতে রাজি হয়নি৷ বাধ্য হয়েই আমরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করছি কোনও না কোনও কাজ করে আমাদের জীবন চলে যাবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page