অস্ত্র কারবারের সঙ্গে কি জড়িয়ে পড়ছে মহিলারা?
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এবার গ্রেফতার এক মহিলা। তবে কি মহিলারাও বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছে, সেই প্রশ্নই এখন ঘুরছে জেলা পুলিশ মহলে।
গতকাল রাতে মালদা শহরের পিরোজপুর এলাকা থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ এক মহিলাকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত মহিলার নাম ইয়াসমিন খাতুন (২৬)। বাড়ি কালিয়াচকের ঘড়িয়ালচক এলাকায়।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে,
ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয়েছে নয় ইঞ্চির একটি পাইপগান ও দুটি থ্রি নট থ্রি কার্তুজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অস্ত্র কারবারীরা মোটা টাকার লোভ দেখিয়ে ধৃতকে আগ্নেয়াস্ত্র পাচারের কাজে ব্যবহার করছিল। ধৃত মহিলা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কীভাবে পেয়েছিল, কোথায় সে এগুলি নিয়ে যেত তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ আগ্নেয়াস্ত্রের খোঁজে পুকুরে তল্লাশি, মিলল সরঞ্জাম ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments