top of page

রান্না নিয়ে অভিমান, ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

রান্না নিয়ে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মহেশপুর এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


মৃত যুবকের নাম সূর্য মণ্ডল (১৮)। জানা গিয়েছে, গতকাল সূর্যের বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল। সেই কারণে বাড়িতে ডাল রান্না হয়নি। এনিয়ে অভিমান করে বাড়ি থেকে বেড়িয়ে যায় সূর্য। রাত একটা সূর্যকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন তাঁর মামা। আজ সকালে বাড়িতে সূর্যের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page