৩৮১ কোটির বাজেট পেশ করল জেলাপরিষদ, নজর রাস্তায় উন্নতিতে
প্রায় ৩৮১ কোটি টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মালদা জেলাপরিষদ। আজ দুপুরে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে বাজেট বৈঠকে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, বিরোধী দলের বিধায়ক জয়েল মুর্মু, দীপালি বিশ্বাস, অর্জুন হালদার, আলবেরুনি জুলকারনাইন, মোত্তাকিন আলম, আসিফ মেহবুব সহ জেলাপরিষদের সদস্যরা।
গৌরবাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। সেই কথা মাথায় রেখেই জেলার উন্নয়নের ক্ষেত্রে প্রায় ৩৮১ কোটি টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল। জেলার সার্বিক উন্নয়নের খাতে ব্যয় করা হয়েছে এই অর্থ। রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সমস্ত দিকেই বাজেটে নজর দেওয়া হয়েছে। তবে এবছর রাস্তার জন্য বেশি নজর দেওয়া হয়েছে।
[ আরও খবরঃ ‘বিজেমূল’ ছাড়া সকল দলের জন্য দরজা খোলা, বললেন সেলিম ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments