অলচিকি ভাষায় পড়াতে ৫০০ স্কুল গড়ার প্রতিশ্রুতি মমতার
ষষ্ঠ দফার নির্বাচনের দিনে মালদার রতুয়া ও হবিবপুরে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ বাস্কের সমর্থনে কেন্দপুকুরের বাদল মাঠে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো।
সভা মঞ্চ থেকে থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, তৃণমূল সরকার সমস্ত মহিলাদের হাত খরচের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা দেবে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা সব বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে সাঁওতালি অলচিকি ভাষার ৫০০ স্কুল করে দেওয়ার কথাও বলেন মমতা। মমতা আরও বলেন, আদিবাসীদের আগে কাস্ট সার্টিফিকেট পেতে সমস্যা হত। কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে সেই কাস্ট সার্টিফিকেট এখন মানুষ সহজেই পাচ্ছে। পাশাপাশি সভা মঞ্চ থেকে বিএলওকে মারধরের ঘটনায় সমালোচনা করেন তিনি।
[ আরও খবরঃ তৃণমূলকে জেতালে চাঁচল পৌরসভা গঠন সময়ের অপেক্ষা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments