Search
স্ত্রীর খাবারে বিষ মিশিয়ে খুন, তদন্তে পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 22, 2020
- 1 min read
Updated: Sep 21, 2020
বাবার কাছ থেকে টাকা আনতে অস্বীকার করায় গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না মণ্ডল (২৯)। বাড়ি বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে জ্যোৎস্নার বিয়ে হয় ওই গ্রামের বাসিন্দা বিক্রম মণ্ডলের সাথে। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন জ্যোৎস্নাকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। টাকা আনতে অস্বীকার করলে খাবারের সাথে বিষ মিশিয়ে জ্যোৎস্নাকে খুন করার চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা জ্যোৎস্নাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Comentarios