top of page

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচলের জালালপুরে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।


Man allegedly suffocated wife
শোওয়ার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়

মৃত গৃহবধূর নাম রুমালি বিবি (২৬)। রুমালি বিবির বাবার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাশাহার। বিয়ের পরে সে স্বামী রবিউল ইসলামের সঙ্গে চাঁচল ২ ব্লকের জালালপুর গ্রামে থাকত। তাঁদের এক ছেলে এক মেয়ে। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের পর পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে মাঝেমধ্যেই রুমালির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত রবিউল। বছর দুয়েক আগে রবিউল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কের কথা জানতে পারে রুমালি। প্রতিবাদ করায় শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে রুমালির ওপর। আজ সকালে শোওয়ার ঘর থেকে রুমালি বিবির মৃতদেহ উদ্ধার হয়।


চাঁচল থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।


টপিকঃ #DomesticViolence

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page