এটিএম লুঠ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক
এটিএম লুঠ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। এরপর চলে উত্তম মধ্যম। পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর এলাকায়।
ঘটনাস্থল থেকে দুই দুষ্কৃতী পালিয়ে গেলেও এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা।
আজ সকালে সুজাপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠ করার চেষ্টা করতে দেখে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা ছুটে আসে দুষ্কৃতীদের ধরতে। ঘটনাস্থল থেকে দুই দুষ্কৃতী পালিয়ে গেলেও এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। গণধোলাই করা হয় তাকে৷ পরে কালিয়াচক থানার পুলিশের হাতে ওই যুবককে তুলে দেয় স্থানীয়রা।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, সুজাপুর এলাকায় একটি ব্যাংকের এটিএম লুঠের চেষ্টা করে কিছু দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে। পরে ওই এলাকা থেকে আরেক যুবককে ধরে স্থানীয়রা৷ ধৃত দুই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ধৃত দুই যুবক নামিব শেখ ও ইমরান। পলাতক যুবকের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে৷ উল্লেখ্য, তিনজনেরই বাড়ি কালিয়াচকের সুজাপুরে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments