জাল আধারকার্ড চক্রের আরও এক পাণ্ডা সাইবার ক্রাইমের জালে
বেআইনিভাবে আধার কার্ড তৈরি চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ৷ ধৃতের নাম সাদ্দাম হোসেন৷ বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানার রহমানপুর গ্রামে৷ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে জেলা আদালতে পেশ করা হয়েছে৷
মালদা জেলায় বেশ কিছুদিন থেকেই বেআইনিভাবে আধার কার্ড তৈরির একটি চক্র কাজ করছে৷ আগেও হরিশ্চন্দ্রপুরে এমনই এক চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এনিয়ে পুলিশে একটি অভিযোগ দায়ের হয়৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করলেও পরবর্তীতে তদন্ত দায়িত্ব দেওয়া হয় সাইবার ক্রাইম থানাকে৷ তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার আধিকারিকরা জানতে পারেন, এই চক্রের মূল ডেরা হরিশ্চন্দ্রপুরে৷ সেখানে একাধিক জায়গায় এই চক্র কাজ করছে৷ তদন্তে উঠে আসে সাদ্দামের নাম৷ দীর্ঘদিন ধরে নজরদারির পর গতকাল রাতে সাদ্দামকে গ্রেফতার করা হয়৷ ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ শ্বশুরবাড়ি যেতে রাজ্য সড়কে ধরনা গৃহবধূর, যানজট ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti