top of page

যুবতি খুনের ঘটনার সাফল্য পুলিশের, গ্রেফতার প্রেমিক

৭২ ঘণ্টার মধ্যে যুবতি খুনের ঘটনায় সাফল্য পেল পুখুরিয়া থানার পুলিশ। এই ঘটনায় ওই যুবতির প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


গত ৩০ নভেম্বর রতুয়া-২ ব্লকের একটি আমবাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবতির মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে যুবতির পরিচয় না জানা গেলেও পরবর্তীতে জানা যায় মৃত যুবতির নাম নাসিমা খাতুন (২৩)। বাড়ি পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। সেদিন সন্ধেয় নাসিমার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইলের কললিস্টের সূত্র ধরে তারিকুল আলম নামে এক যুবককে রানীনগর থেকে গ্রেফতার করে পুলিশ।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক তারিকুল আলম পেশায় পরিযায়ী শ্রমিক। প্রায় তিন মাস আগে নাসিমা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারিকুলের। কয়েকদিন আগে নাসিমা তারিকুলের ওপর বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে। এরপরে তারিকুল জানায় সে বিবাহিত। তারপরেও নাসিমা বিয়ে করতে রাজি হয় এবং গত ৩০ তারিখে বিয়ে করার দাবি করে। তারিকুল নানাভাবে বোঝানোর চেষ্টা করেও বোঝাতে না পারায় ফাঁকা বাগানে নিয়ে গিয়ে নাসিমাকে চাকু মেরে খুন করে। ধৃত যুবককে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page