Search
আফিমের আঠা সহ এক ব্যক্তি গ্রেফতার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 30, 2019
- 1 min read
Updated: Sep 24, 2020
১ কেজি ২২৪ গ্রাম আফিমের আঠা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম কামিরুদ্দিন শেখ (৩০)। বাড়ি কালিয়াচক থানার খাস চাঁদপুর এলাকায়।
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দিয়ে কামিরুদ্দিনকে গ্রেফতার করে। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ২২৪ গ্রাম আফিম আঠা। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এদিকে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া আফিম আঠা ব্রাউনশুগার সহ অন্যান্য মাদক দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয়।
Comments