top of page

ফের পাইপগান ও কার্তুজ উদ্ধার কালিয়াচকে

একটি পাইপগান ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম জাহাঙ্গির আলম (৪২)। বাড়ি কালিয়াচকের মোসিমপুরে।


50 members of BJP Yuba Morcha joined Trinamool
ধৃত ব্যক্তি কালিয়াচকের মোসিমপুরের বাসিন্দা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে জালালপুরের ডাঙামোড়ে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ধৃত ব্যক্তি এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page