সিভিক ভলান্টিয়ারের প্রহারে মৃত্যু! মিলকি ফাঁড়ি পুড়িয়ে দিল জনতা
ইংরেজবাজার থানার অধীন মিলকি ফাঁড়িতে লকআপে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। মৃত ব্যক্তির পরিবারের লোকজনের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বেধড়ক মারে লকআপেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, আইনুল হকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর স্ট্যান্ডে একটি জুয়ার আসরে হানা দেয় পুলিশ
উল্লেখ্য, গতকাল রাতে মিলকি ফাঁড়ির পুলিশ নিয়ামতপুর স্ট্যান্ডে একটি জুয়ার আসরে হানা দেয়। জুয়ার আসর থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় আইনুল হক নামে ৫৫ বছরের এক ব্যক্তির। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় পুলিশের মারেই মৃত্যু হয়েছে আইনুল সাহেবের। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীরা মিলকি বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় মিলকি ফাঁড়িতে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে এই ঘটনায় রাতেই ১৫ জনকে আটক করে পুলিশ। সোমবার সকালে ধৃত ব্যক্তিদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
এই ঘটনায় ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ বাবুল জানান, আইনুল খান সেসময় স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। তিনটি পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে সিভিক ভলান্টিয়ারের কাছে। সেখান থেকে তাঁকে মারতে মারতে সিভিক ভলান্টিয়ারেরা নিয়ে যায় মিলকি ফাঁড়িতে। সেখানেও আবার মারধর করা হয় আইনুল খানকে। সিভিক ভলান্টিয়ারের মার সহ্য করতে না পেরে অবশেষে মৃত্যু হয় প্রৌঢ় আইনুল খানের।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, গতকাল রাতে মিলকিতে দুঃখজনক ঘটনা ঘটেছে। আইনুল হকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। আইনুল সাহেবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ছবিঃ মিসবাহুল হক
Comments