বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার আশাপুর এলাকার রাজ্য সড়কের ধারে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলে।
মৃত ব্যক্তির নাম আরিফ আলি। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় বিদ্যুতের সমস্যা চলছিল। সেই সমস্যা দূর করতে বিদ্যুতের নতুন খুঁটিতে ওঠেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী আরিফ আলি। সেই সময়ই খুঁটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না থাকায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Comments