কালিয়াচকে সালিশি সভায় চলল গুলি, মৃত এক
পারিবারিক বিবাদের জেরে সালিশি সভায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত এক, গুরুতর আহতও আরও এক। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজমপুর সংলগ্ন নারায়ণপুর গ্রামে৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনাপ্রসঙ্গে কেউ মুখ খুলতে রাজি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে নারায়ণপুর গ্রামে পারিবারিক বিবাদ নিয়ে সালিশি সভা বসেছিল। সভাতে দুই পক্ষের ঝামেলা শুরু হয়। অভিযোগ, সেই সময় হঠাৎ গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হন শরিফ নওয়াজ চৌধুরি ও সালাম চৌধুরি। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা শরিফ সাহেবকে মৃত বলে ঘোষণা করেন। সালামকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন তিনি।

এদিকে, গোটা ঘটনা নিয়ে কেউ কোনও কথা বলতে রাজি হননি। এমনকি সংবাদমাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়া হয়। কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি৷ লিখিত অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ তবে বিষয়টি জানতে পেরে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ মধুচক্রের পাশাপাশি ব্লু ফিলম তৈরির অভিযোগ মালদায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Коментари