top of page

তীরন্দাজিতে তৃতীয়, বিডিওর সংবর্ধনা মন্দিরাকে

  • Mar 14, 2020
  • 1 min read

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০ প্রতিযোগিতায় দলগত তীরন্দাজি বিভাগে তৃতীয় স্থানাধিকারী মন্দিরা রাজবংশীকে সংবর্ধনা দিলেন গাজোলের বিডিও। মন্দিরার হাতে পুষ্পস্তবক, উপহার এবং মিষ্টি তুলে দেওয়া হয়। বিডিওর কাছ থেকে সংবর্ধনা এবং প্রেরণা পেয়ে যথেষ্ট খুশি মন্দিরা।


mandira-rajbanshi-3rd-in-khelo-india-youth-games
মন্দিরা রাজবংশীকে সংবর্ধনা দিলেন গাজোলের বিডিও

ফেব্রুয়ারি মাসে উড়িষ্যাতে অনুষ্ঠিত হয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দলগত বিভাগে অংশ নিয়েছিল গাজোলের মন্দিরা রাজবংশী। প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে তাঁদের দল। গাজোলে ফিরে আসতেই মন্দিরাকে ডেকে উপহার তুলে দেন বিডিও নবীন চন্দ্রা।


বিডিও নবীন চন্দ্রা, গাজোলের বিডিও


"মন্দিরা শুধু গাজোল কিংবা জেলার গর্ব নয়, সে দেশের গর্ব। মন্দিরার জন্য গাজোলের নাম আজকে সারা দেশের মানুষ জেনেছে। আমি আশা করব আগামী দিনে সারা পৃথিবীর লোক মন্দিরার নাম জানবে। আগামী দিনে এশিয়ান গেমস বা অলিম্পিক গেমসের মঞ্চে দেখা যাবে মন্দিরাকে। সামনের লড়াই আরও কঠিন, সেই লড়াইয়ে মন্দিরা জিতবে বলে আশাবাদী আমরা। আগামী দিনে বিএসএ পরিচালিত তীরন্দাজি প্রশিক্ষণ শিবিরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তার জন্য উদ্যোগ নেওয়া হবে।"

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page