top of page

আম উৎসবের প্রস্তুতি শুরু

আগামী ৫ জুলাই থেকে শুরু হচ্ছে আম উৎসব। মেলাতে আম দিয়ে তৈরি বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন মালদাবাসী। ইতিমধ্যে আম মেলা নিয়ে প্রাথমিক পর্যায়ের বৈঠক সেরেছে জেলা প্রশাসন।


জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের আধিকারিক সামন্ত লায়েক জানান, আগামী ৫ থেকে ৭ জুলাই বিবেকানন্দ যুব আবাসের মাঠে সৃষ্টিশ্রী-২০২৪ আম উৎসব অনুষ্ঠিত হতে চলেছে৷ সেখানে প্রায় ৩০টি স্টল থাকবে৷ আম্রপালি, মল্লিকা, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, রাখালভোগ, লক্ষ্মণভোগ, বিভিন্ন প্রজাতির গুটি আম তো থাকবেই, তার সঙ্গে মিয়াজাকি, রেড পালমার, বৃন্দাবনি আশ্বিনার মতো বিরল প্রজাতির আমও থাকবে৷ বিভিন্ন স্টলে আমসত্ত্ব, আমের আচার, আমচুর, আমের জুস, আমের মিষ্টি, আমের পায়েস, আমের দই পাওয়া যাবে৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page