ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২
ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
মঙ্গলবার রাতে সূত্র মারফত খবর পেয়ে পুলিশের একটি দল মানিকচকের রাজ্য সড়কের ধারে নিমতলী এলাকায় অভিযান চালায়। সেখানে দুই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে তাদের পাকড়াও করে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড গুলি, একটি চাকু ও একটি শাবল। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। ধৃতদের নাম শেখ জাবির ও রামজানি শেখ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশ্যে এই দুই যুবক ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ সদ্যোজাতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ক্ষোভ মালদা শহরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments