top of page

রহস্যজনকভাবে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী। সেই ঘটনার চার দিন পরেও খোঁজ মেলেনি ওই নাবালিকার। নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে অনুমান পরিবারের লোকজনের। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই পরিবার।


নিখোঁজ ওই নাবালিকা মানিকচকের বাসিন্দা। এবছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার স্কুলে কন্যাশ্রীর আবেদন করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তারপর থেকে কোনো হদিস মেলেনি তার। অবশেষে মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। বৃহস্পতিবার ফের নাবালিকার খোঁজ পেতে থানায় হাজির হয় পরিবার সহ গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকার খোঁজ জারি রয়েছে। প্রতিটি থানার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে পুলিশ।


Manikchak-class-10-student-mysteriously-missing
প্রতীকী ছবি।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page