২ দিনের মধ্যে উদ্ধার অপহৃত ব্যক্তি, গ্রেফতার মহিলা
জমি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। অভিযোগ পেয়েই অপহরণের দু’দিনের মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী দলের এক মহিলাকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ।
অপহৃত ব্যক্তির নাম সুশান্ত প্রামাণিক। বাড়ি চাঁচল থানার সদরপুর এলাকায়। জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর জমি সংক্রান্ত ব্যবসার কাজে তিনি মানিকচক থানার মথুরাপুরে আসেন। অভিযোগ, তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। সেদিন রাতেই পরিবারের কাছে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপরেই মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন অপহৃত ব্যক্তির পরিবারের লোকজন। অভিযোগ পেয়ে তদন্তে নামে মানিকচক থানার পুলিশ। মোবাইলের লোকেশন ট্র্যাক করে রতুয়া থানা এলাকায় পৌঁছায় পুলিশ। মঙ্গলবার রাতে পশ্চিম রতনপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। গ্রেফতার করা হয় অপহরণকারী দলের এক মহিলাকেও। ধৃত মহিলার নাম চান্দা মণ্ডল চৌধুরি। এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের। ধৃত মহিলাকে আজ মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ।
[ আগের খবরঃ এক বছর বয়সী শিশুদের নিউমোকক্কাল টিকাকরণের উদ্যোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments