বিধিনিষেধে কড়া পুলিশ, হাট ওঠাতে লাঠিচার্জ
রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে ১৫ জুন পর্যন্ত। কিন্তু সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই বসেছিল সাপ্তাহিক হাট। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে দোকানগুলো তুলে দেয়। পাশাপাশি এদিন বেশকিছু ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। ফলে রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে ১৫ জুন পর্যন্ত। কিন্তু লকডাউন অমান্য করে বসেছিল সাপ্তাহিক হাট। প্রশাসনের নির্দেশ ছিল সরকারি বিধিনিষেধের কারণে বন্ধ থাকবে মানিকচকের মথুরাপুর শনিবারের হাট। এরপরেও হাইস্কুল মাঠের বাজারে ভিড় জমায় কিছু ব্যবসায়ী। খবর পেয়ে মানিকচক থানা পুলিশ লাঠিচার্জ করে ওই দোকানগুলো তুলে দেয়।
[ আরও খবরঃ বৃষ্টিতে জলে ভেসে গেল ধান, কোটি টাকার ক্ষতি ]
পাশাপাশি এদিন বেশকিছু ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় স্পষ্ট ঘোষিত বিধিনিষেধ অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে মানিকচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, লকডাউন সফল করতে দফায় দফায় চলবে তাঁদের অভিযান।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות