শ্বশুরের হাঁসুয়ার কোপে আহত পুত্রবধূ
শ্বশুরের হাঁসুয়ার কোপে আক্রান্ত হলেন পুত্রবধূ। আক্রান্ত পুত্রবধূ বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচকের জালালপুরে। অভিযুক্ত শ্বশুরের খোঁজে তল্লাশি চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।
আক্রান্ত পুত্রবধূর নাম রফিনা বিবি (৩৫)। স্বামী রবিউল হক পেশায় ব্যবসায়ী। জানা গেছে, রবিউল সাহেব ধান ভাপাতে গেলে বাধা দেয় তাঁর দাদা সেনাউল হক ও বাবা নজরুল শেখ। এই ঘটনাকে ঘিরেই গতকাল সকালে বচসা শুরু হয়। বচসায় জড়িয়ে পড়েন রবিউল সাহেবের স্ত্রী রফিনা বিবি। অভিযোগ, সেই সময় নজরুল শেখ হাঁসুয়া নিয়ে রফিনা বিবির মাথায় কোপ মারে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাতে সমস্ত ঘটনা জানিয়ে মানিকচক থানায় বাবার নামে লিখিত অভিযোগ করেন রবিউল সাহেব।
মানিকচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ছবিটি প্রতীকী।
Comments