ফের ভুয়ো চিকিৎসকের সন্ধান মিলল
রবিবার সকালে মানিকচক থানার বড়োবাগান এলাকায় বড়োবাগান গ্রামে বসেছিল চিকিৎসার বিশেষ শিবির৷ কয়েকদিন ধরে তার প্রচারও শুরু হয়েছিল এলাকায়৷ চিকিৎসকের নাম সন্তোষ কুমার৷ তিনি আয়ুর্বেদ চিকিৎসা করেন৷ এলাকারই কয়েকজন সেই গ্রামে শিবিরের আয়োজন করে৷ সকাল থেকে শিবিরে উপস্থিত হয় প্রচুর মানুষ৷ বিকেল পর্যন্ত ভালোভাবেই চলছিল এই শিবির৷ চিকিৎসার খরচ বেশ ভালো৷ ২ হাজার থেকে প্রায় ৪ হাজার টাকা পর্যন্ত ওষুধের দাম বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা মণিরুল ইসলাম৷ তিনি বলেন, চিকিৎসার ধরণ ও ওষুধের দাম দেখে তাঁদের কয়েকজনের সন্দেহ হয়৷ তাঁরা চিকিৎসককে চেপে ধরতেই যারা শিবিরের উদ্যোক্তা, তারা সেখান থেকে পালিয়ে যায়৷ পরে তাদের দুজনকেও ধরে আনা হয়৷ তাঁদের জেরায় ওই চিকিৎসক স্বীকার করে নেন, তিনি ভুয়ো চিকিৎসক৷ এরপরেই তাঁরা মানিকচক থানায় খবর দেন৷ পুলিশ এসে ভুয়ো চিকিৎসক সহ তার দুই সঙ্গীকে আটক করে থানায় নিয়ে যায়৷
সন্তোষ কুমারের বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়৷ ছাপানো প্যাডে নামের আগে রয়েছে ডা. শব্দ৷ সঙ্গে এমডি ডিগ্রি৷ প্যাড অনুযায়ী তাঁর রেজিস্ট্রেশন নম্বর ২০৬৮১৷ বহুমুখী প্রতিভার অধিকারী তিনি৷ একাধারে ব্যথা, মাইগ্রেন, কিডনি, ত্বক, লিউকোরিয়া, মহিলা ও যৌন রোগ বিশেষজ্ঞ তিনি৷ প্যাডের একদিকে কলকাতার ফ্ল্যাবিয়া ফ্রেশ-এর লোগো৷ যদিও প্রশ্ন করতেই সন্তোষ কুমার স্বীকার করে নিয়েছেন, তিনি ভুয়ো চিকিৎসক৷ এভাবেই গ্রামে গ্রামে চিকিৎসা করে উপার্জন করেন৷ বড়োবাগান গ্রামের কয়েকজন দালাল গ্রামে চিকিৎসা শিবিরের আয়োজন করে৷ তিনি সেই শিবিরে এসে গ্রামবাসীদের চিকিৎসা করেছেন৷ রোগীদের প্রেসক্রিপশনও করেছেন৷ তবে তিনি কোনও টাকাপয়সা কারোর কাছ থেকে নেননি৷ ওই দালালরাই টাকাপয়সা নেওয়ার দায়িত্বে ছিল৷
মানিকচক থানার পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে ভুয়ো চিকিৎসকের খবর পাওয়ার পর সন্তোষ কুমার নামে ভিন জেলার ওই ব্যক্তিকে আটক করা হয়৷ আটক করা হয় তাঁর দুই সঙ্গীকেও৷ রাতে তাঁদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের হয়েছে৷ তারপরেই আটক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এদিন ধৃতদের জেলা আদালতে তোলা হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti