বাজারে হানা ক্রেতা সুরক্ষা দফতরের
ক্রেতারা সঠিক ওজনের সামগ্রী পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে ঝলঝলিয়া বাজারে অভিযান চালাল লিগাল মেট্রোলজি ও ক্রেতা সুরক্ষা দফতর। কম পরিমাণে সামগ্রী দিয়ে ঠকানোর অভিযোগে এক বিক্রেতার বাটখারা বাজেয়াপ্ত করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে।
দুই দফতরের আধিকারিকরা জানান, জেলাশাসকের নির্দেশে জেলার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, সঠিক মূল্যে সঠিক পরিমাণ সামগ্রী সাধারণ মানুষের অধিকার। এই অধিকার সাধারণ মানুষ যাতে ঠিকমতো বুঝে নেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments