Search
মুখ্যমন্ত্রীর কাছে সুজাপুরের রিপোর্ট পাঠাবেন মৌসম
- Jan 13, 2020
- 1 min read
Updated: Nov 20, 2020
সুজাপুরের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমান পরিস্থিতি জানানোর কথা জানালেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর। সোমবার সুজাপুর কাণ্ড নিয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র এবং পুলিশ সুপার অলোক রাজোরিয়ার সাথে দেখা করে সর্বদলীয় বৈঠকের আবেদন জানান মৌসম।
সুজাপুরের ঘটনায় সর্বদলীয় বৈঠক ডাকবেন মৌসম
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌসম জানান, বন্ধকে (#BharatBandh) ঘিরে রণক্ষেত্রের রূপ নিয়েছিল সুজাপুর। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের পাশাপাশি ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিল। পুলিশ প্রতি রাতেই অভিযান চালাচ্ছে। তাই সুজাপুরের (#Sujapur) মানুষ এখন আতঙ্কিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ জেলাশাসক এবং পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ। সুজাপুরের রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব সর্বদলীয় একটি বৈঠক ডাকা হবে বলেও জানান মৌসম ।
Comments