top of page

‘বিজেমূল’ ছাড়া সব দলের জন্য দরজা খোলা, বললেন সেলিম

মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপিকে এক হাত নিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মোহম্মদ সেলিম।


সকালে বামফ্রন্টের জেলা কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কুড়ি বছর আগে কেউ ভাবতে পেরেছিল উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও নারী নির্যাতন এভাবে বেড়ে যাবে। এর জন্য দায়ী তৃণমূল ও বিজেপি। তাই বাংলাকে রক্ষা করার জন্য বাংলার শত্রুর বিরুদ্ধে লড়াই হচ্ছে। তৃণমূল আর বিজেপি আলাদা নয়। তৃণমূল-বিজেপি একত্রিত হয়ে বিজেমূল হয়েছে। বাংলাকে রক্ষা করার লড়াইয়ে আরএসএস ও তৃণমূলের সার্টিফিকেট ছাড়া যে সকল দল রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই লড়াইয়ে জোটের জন্য দরজা খোলা। আমরা ২০১০ সালে যে জায়গায় রাজ্যকে ছেড়ে গিয়েছিলাম, সেখানেই যাতে সুতোটা ধরতে পারি, তার জন্য মানুষের সমর্থন চাইছি৷





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page