নার্সদের চেঞ্জ রুমে ছবি তুলতে গিয়ে ধৃত যুবক
নার্সদের চেঞ্জ রুমে গোপনে মোবাইলে ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধড়া পড়ল এক যুবক। রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ঘটনাটি ঘটেছে। ধৃতকে নাতেনাতে ধরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিকেলের নার্সদের প্রতিটি চেঞ্জ রুমে পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে এমএসভিপি অমিত কুমার দাঁ বলেন, এই ধরনের ঘটনা বিকৃত মস্তিষ্কের মানুষ করে থাকে। আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
تعليقات