মেডিকেল কলেজে সশস্ত্র নিরাপত্তারক্ষীর দাবি
কলকাতায় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে ও নিজেদের সুরক্ষা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা৷দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা৷এই ঘটনায় মালদা মেডিকেল কলেজের চিকিৎসা পরিসেবায় সামান্য প্রভাব পড়েছে বলে জানান এমএসভিপি অমিত দাঁ৷
জুনিয়র ডাক্তাররা জানান, এনআরএস-এর জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জির সঙ্গে যে অত্যাচার হয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি৷ওই ঘটনার প্রতিবাদে আমরা কর্মবিরতি শুরু করেছি। তবে মালদা মেডিকেল কলেজের পরিসেবা অব্যাহত রয়েছে৷প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের দিয়ে কাজ করানো হচ্ছে৷অথচ আমাদের কোনও সুরক্ষার ব্যবস্থা নেই৷প্রতিটি বিভাগে সশস্ত্র নিরাপত্তারক্ষী না দেওয়া হলে আমাদের এই কর্মবিরতি চলবে৷
মালদা মেডিকেল কলেজের এমএসভিপি অমিত দাঁ জানান, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি দুর্ঘটনা ঘটেছে৷সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এখানে নিরাপত্তা বৃদ্ধির দাবি করেছেন৷ এনিয়ে আমি জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি৷ মালদা মেডিকেল কলেজে সশস্ত্র পুলিশি প্রহরার ব্যবস্থা করা হচ্ছে৷
Yorumlar