বাণিজ্যের প্রসারে মহদীপুরে দুই দেশের বৈঠক
আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার বাড়াতে দুই দেশের ব্যবসায়ী সংগঠন, ডেপুটি কমিশনার ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক আয়োজিত হল মালদায়।
গতকাল বিকেলে মহদীপুর এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্রে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত ভারতের ডেপুটি কমিশনার মনোজ কুমার, মালদার জেলাশাসক নিতীন সিংহানিয়া, পুলিশসুপার প্রদীপকুমার যাদব, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা।
উল্লেখ্য, করোনা আবহে মহদীপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করা হয়েছিল। বন্ধ হয়েছিল ইমিগ্রেশনও। পরবর্তীতে বাণিজ্য চালু হলেও এখনও ইমিগ্রেশন চালু হয়নি। এখনও বাণিজ্য নিয়ে বেশ কিছু জট রয়েছে। সেই সমস্ত সমস্যা সমাধানে গতকাল এই বৈঠক আয়োজিত হয়। এদিনের বৈঠকের পর বেশিরভাগ সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছেন দুই দেশের বণিকসভা। পাশাপাশি এই পোর্ট দিয়ে দ্রুত ইমিগ্রেশন চালু হবে বলেও দাবি করা হয়েছে বণিকসভার তরফে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments