top of page

শহরে পরিষ্কার রাখতে রাতেও সাফাই অভিযান, চালু হচ্ছে জরিমানাও

শহরকে পরিষ্কার রাখতে রবিবারও সাফাই অভিযান চালাতে নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের পুরসভাগুলিকে। রাতেও সাফাই অভিযান চালু করতে বলা হয়েছে। এমনকি রাজ্যের সমস্ত শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জরিমানা চালু করার পথেও হাঁটতে চলেছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)।


শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের যুগ্ম সচিব জলি চৌধুরি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা গৌড়বঙ্গের ৯টি পুরসভার সঙ্গে বৈঠক করেন। টাউন হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, ইংরেজবাজার, পুরাতন মালদা, ডালখোলা, ইসলামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ পুরসভার আধিকারিকরা। ছিলেন ৬টি পুরসভার চেয়ারম্যানও।



ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, শহরের মানুষকে আরও ভালো পরিষেবা দিতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের পরিকল্পনা নিয়ে যুগ্মসচিব জলি চৌধুরি ও দপ্তরের অন্যান্য আধিকারিকরা আজ আমাদের সঙ্গে বৈঠক করেছেন। ডেঙ্গি মোকাবিলা, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, হাউস ফর অল প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরকে পরিষ্কার রাখতে রবিবারও সাফাই অভিযান চালানোর কথা বলা হয়েছে। প্রয়োজনে রাতেও সাফাই অভিযানে নামার কথা বলেছেন যুগ্ম সচিব। কেউ ইচ্ছাকৃতভাবে শহর নোংরা করলে নোটিশ জারি করে জরিমানা আদায় করা হবে৷ গৃহস্থ বাড়িও যদি পুরসভাকে সাফাইয়ে সহযোগিতা না করে তাহলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page