ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু শ্রমিকের
মিজোরামের দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে ওঠার আগেই ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে অসমের জোরহাটে। ময়নাতদন্তের পর মৃতদেহটি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে ইংরেজবাজারের নঘরিয়ায়।
মৃত যুবকের নাম ছোটু মোমিন৷ স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছ, মাস দেড়েক আগে অসমের জোরহাটে রেলের ইলেকট্রিকের কাজ করতে যান ছোটু। গতকাল বিকেলে কাজ করার সময় টাওয়ার থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল রাতে বাড়িতে এই খবর পৌঁছতেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্তের পর আজ মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনার জেরে ফের রেল বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে শাসকদল। আইএনটিটিইউসির মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল জানান, একের পর এক দুর্ঘটনা থেকেও রেল দফতর শিক্ষা নিচ্ছে না। শ্রমিকদের যথাযথ নিরাপত্তা ছাড়ায় কাজ করানো হচ্ছে। আমরা এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। পাশাপাশি ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários