top of page

ট্রেনে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ থানায়

দাদনের টাকা চাওয়াতেই শ্রমিককে মারধরের অভিযোগ। মারধরের জেরেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই পরিবার। ঘটনাটি ঘটেছে চাঁচলের মতিহারপুর এলাকায়।


Migrant worker killed in train complaint lodged against contractor
ট্রেন কলকাতা পৌঁছতেই দেখা যায় ট্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে মাবুদ

মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম মাবুদ আলি (৪৫)। বাড়ি চাঁচল ১ ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে ঠিকাদার অর্জুন দাসের নেতৃত্বে হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিকের কাজের জন্য যান মাবুদ। সেখানে বেশ কিছুদিন কাজ করার পরে কাজের পারিশ্রমিক চাওয়ায় মাবুদকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর আহত হয়ে প্রাণের ভয়ে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মাবুদ। ট্রেন কলকাতা পৌঁছতেই দেখা যায় ট্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে মাবুদ। রেলপুলিশ মাবুদের দেহ উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে মৃত শ্রমিকের স্ত্রী ও বৃদ্ধ বাবা চাঁচল থানার দ্বারস্থ হন। এই ঘটনায় অর্জুন দাসের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী জাবেদা বিবি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page