হরিশ্চন্দ্রপুর স্টেশনে কুলিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে কাটিহার ডিভিশনের ডিআরএমের কাছে দাবিপত্র পেশ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন।
এদিন তিনি কাটিয়ার ডিভিশনের ডিআরএম এসকে চৌধুরির সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘক্ষণ রেলের বিভিন্ন বিষয়ে বিস্তীর্ণ আলোচনা করেন। পাশাপাশি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের হাতে তিনি তাঁর দাবিপত্র তুলে দেন। তজমুল হোসেন জানান, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসের হরিশ্চন্দ্রপুরে স্টপেজের জন্য আমরা এসেছিলাম। বেশ কিছু ট্রেনের কুমেদপুরে স্টপেজ ছিল। সেই স্টপেজও তুলে দেওয়া হয়েছে। সেই স্টপেজ পুনরায় চালু করার দাবি নিয়ে ডিআরএমের সঙ্গে দেখা করেছি। ডিআরএম আমাদের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments