top of page

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাবালক

আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক নাবালককে গ্রেফতার করল ভূতনি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভূতনির সনাতনটোলায়।


Minor arrested for raping 8 year old girl in Malda
রাতে নাবালিকাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়

জানা গিয়েছে, গতকাল বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার প্রলোভনে ওই নাবালিকাকে সাইকেলে করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক নাবালক। বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরিবারের লোকদের জানায় ওই নাবালিকা। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই নাবালিকাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করে পরিবারের লোকজন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।


ভূতনি থানার পুলিশ ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page