সাতদিন ধরে নিখোঁজ ছাত্রী, চিন্তায় দিন কাটছে পরিবারের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 28, 2024
- 1 min read
সাতদিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী। মিসিং ডায়ারি করার পরেও মেয়ের খোঁজ না মেলায় চিন্তায় দিন কাটছে ওই পরিবারের। ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের বাংলা-বিহার সীমান্ত এলাকার। ওই নাবালিকার সঙ্গে ফোন না থাকায় তার সন্ধান পেতে দেরি হচ্ছে বলে দাবি পুলিশের।
১৫ বছরের নিখোঁজ কিশোরী স্থানীয় একটি হাইস্কুলে পড়াশোনা করে৷ বাবা শ্রমিকের কাজ করেন৷ নিখোঁজ কিশোরীর বাবার অভিযোগ, গত ২০ অক্টোবর পাশের গ্রামে ধর্মীয় অনুষ্ঠান ছিল৷ স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছিলাম৷ মেয়ে আমার মায়ের সঙ্গে বাড়িতেই ছিল৷ সন্ধে ছ’টা নাগাদ মা ফোন করে জানান, মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ সেকথা শুনেই বাড়ি ফিরে আসি৷ চারদিকে খোঁজখবর চালিয়েও মেয়ের হদিশ পাইনি৷ দু’দিন এভাবেই কেটে যায়৷ তিনদিনের মাথায় হরিশ্চন্দ্রপুর থানায় মেয়ের নামে মিসিং ডায়ারি করি৷ মেয়ের খোঁজে আমরা প্রতিদিনই থানায় যাচ্ছি৷ কিন্তু এখনও মেয়ের খোঁজ পাইনি৷ মেয়ে কোথায় আছে, কেমন আছে, কিছুই বুঝতে পারছি না৷

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার খোঁজ পেতে চেষ্টা চালানো হচ্ছে৷ তবে সঙ্গে মোবাইল ফোন না থাকায় খোঁজ পেতে একটু সমস্যা হচ্ছে৷ যেদিন মেয়েটি নিখোঁজ হয়েছে, সেদিন থেকে এলাকার এক যুবকও নিখোঁজ৷ দুটি ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários