top of page

বিঘা দশেক জমির ধান গভীর রাতে পুড়িয়ে দিল দুষ্কৃতী

Updated: Oct 27, 2020

গভীর রাতে দুই চাষির ১০ বিঘা জমির ধান পোড়ানোর অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরে। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কুস্তরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত চাষি দীপক সাহা জানান, ভাই দুলাল সাহা ও তাঁর ধান এক জায়গায় রাখা ছিল। প্রায় ১০ দিন আগে শ্রমিকরা ধান কেটে জমিতে ফেলে রেখেছিল। বৃহস্পতিবার থেকে শ্রমিকদের ধানঝাড়ার কাজ শুরু করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে দুষ্কৃতীরা ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এক দুষ্কৃতীকে ধরা গেলেও বাকি তিনজন পালিয়ে গিয়েছে। এখন কীভাবে ব্যাংকের ঋণ শোধ করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা।



বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানায় চার দুষ্কৃতীর নামে অভিযোগ করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page