বাইকের ডিকি ভেঙে চুরি নগদ ৪০ হাজার টাকা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 14, 2020
- 1 min read
মোটরবাইকের ডিকি থেকে নগদ ৪০ হাজার টাকা ও ব্যাংকের পাশবই চুরি করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কেডিয়া মোড় এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ দুপুরে হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা বেলালুদ্দিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে নগদ ৪০ হাজার টাকা তোলেন। তিনি সেই টাকা ও পাশবই মোটরবাইকের ডিকিতে রেখে দেন। পরে তিনি মোটরবাইকটি কেডিয়া মোড়ের একটি ওষুধের দোকানের সামনে রেখে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে এসে দেখেন মোটরবাইকের ডিকি ভাঙা। কেউ বা কারা ডিকি ভেঙে টাকা ও পাশবই নিয়ে চম্পট দিয়েছে।
বেলালুদ্দিন সাহেব বলেন, তিনি মুদির দোকান চালান। ঋণ শোধ করার জন্য ব্যাংক থেকে শেষ সঞ্চয়টুকু তুলেছিলেন। ওষুধের দোকানে সামনে থেকে মোটরবাইকের ডিকি ভেঙে সেই টাকা চুরি হয়ে গিয়েছে। এখন তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে, অভিযোগর ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments