পাইপগান সহ গ্রেফতার দুষ্কৃতী
তিনটি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপগান এবং চার রাউন্ড তাজা কার্তুজ। মঙ্গলবার দুপুরে এমএলএ মোড় থেকে যৌথ উদ্যোগে মালদা ক্রাইম ব্রাঞ্চ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃতকে গ্রেফতার করে।
ধৃত ব্যক্তির নাম শেখ মাসিদুর। বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর ক্ষুদিটোলা গ্রামে। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে তোলা হবে, পাশাপাশি পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে। ধৃত দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিমান্ডে পেলে ধৃতের থেকে আরও তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশ।
Comments