top of page

ইংরেজবাজারে শুরু সাতদিনের মিষ্টিমেলা

পৌষ পার্বণ ও বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের পাশাপাশি একটি মিষ্টিমেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ইংরেজবাজার পুরসভার ভায়েস চেয়ারম্যান দুলাল সরকার, কাউন্সিলর কাকলি চৌধুরি, নরেন্দ্রনাথ তিওয়ারি, প্রসেনজিৎ দাস, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরি সহ অন্যান্য অতিথিরা।



ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মেলায় (#MistiMela) ৪০টি মিষ্টির স্টল খোলা হয়। জেলা ছাড়াও ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে বিভিন্ন ধরনের মিষ্টির পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা এই মেলায়। পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্নরকম রাইড আছে মেলায়। এই মেলা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page