Search
দলের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার বিধায়কের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 20, 2023
- 1 min read
মনোনয়ন প্রত্যাহার করলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। ওই আসনে শাসকদলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর স্বামী পরিতোষ সরকার।
উল্লেখ্য, মালদা জেলা পরিষদের ৪৩ নম্বর আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িক চন্দনা সরকার এবং তাঁর স্বামী তথা তৃণমূল নেতা পরিতোষ সরকার। এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল। রাজনৈতিক মহলে স্বামী-স্ত্রীর রেষারেসির কথাও উঠে আসছিল। অবশেষে দলের নির্দেশ অনুযায়ী আজ মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দনা সরকার।
চন্দনা সরকার জানান,
বিধায়কের পাশাপাশি সংগঠনের দ্বায়িত্ব রয়েছে আমার। সেই কারণে দল আমার বদলে ওই আসনে স্বামীকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। দলের নির্দেশ মতো আজ আমি মনোনয়ন প্রত্যাহার করেছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments