বন্যা মোকাবিলায় মক ড্রিল এনডিআরএফের
বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করল মালদা জেলা প্রশাসন। প্রস্তুতি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরও। আজ সকালে মালদা শহরের মিশনঘাটে এনডিআরএফের মক ড্রিল খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মৃদুল হালদার। তিনি জানান, বন্যা পরিস্থিতির জন্য তাঁদের সব সময় প্রস্তুত থাকতে হবে। দুর্গতদের উদ্ধার করা, বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে মানুষের পাশে থাকা, সাপে কামড়ানো রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া সহ একাধিক বিষয়ের অভ্যাস করা হয়েছে এদিনের মক ড্রিলে।
[ আরও খবরঃ গুপ্ত বৃন্দাবনে মাতৃ পিণ্ডদান ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות