ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, সাইবার থানার দ্বারস্থ যুবক
দুটি আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোট ১৩ হাজার টাকা উধাও। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে না পেরে সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের প্রতারিত ওই ব্যক্তি শ্রমিকের কাজ করেন। দিনের পর দিন কাজ করে নিজের রোজগার থেকে দুটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাচ্ছিলেন তিনি। গত ৩ মার্চ একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা উধাও হয়ে যায়। একই ভাবে ফের ১৭ মার্চ আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা উধাও হয়ে যায়। মোবাইলে মেসেজ পেয়ে ওই ব্যক্তি দুটি ব্যাংকের কাছে অ্যাকাউন্টের স্টেটমেন্ট চান। একটি ব্যাংক থেকে স্টেটমেন্ট দেওয়া হলেও অপর ব্যাংক থেকে স্টেটমেন্ট দেওয়া হয়নি। স্টেটমেন্টে দেখা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা বিহারের একটি অ্যাকাউন্টে চলে গিয়েছে। এরপরেই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments