পাইপগান সহ গ্রেফতার ২ যুবক
গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মোথাবাড়ি থানার পুলিশ রাজনগর বাঁধ এলাকায় হানা দিয়ে দুই যুবককে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি পাইপগান এবং চার রাউন্ড তাজা কার্তুজ। ধৃতদের হেপাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোটরবাইকও। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ছিনতাই কিংবা ডাকাতি করার উদ্দেশ্যে ধৃতরা জমায়েত করেছিল। এই ঘটনার আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários