আর্থিক অভাব! মেয়েকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 16, 2022
- 1 min read
আর্থিক অনটনের জেরে মেয়েকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ রেলগেট এলাকায়। দেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
মৃত মহিলা ও তার মেয়ের নাম কাজল ঘোষ (২৫) ও প্রীতিকা ঘোষ (৯)। জানা গিয়েছে, আট বছর আগে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই কালিয়াচক তিন নম্বর ব্লকের ভবানীপুরে বাবার বাড়িতে থাকতেন ওই গৃহবধূ। বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনে চলছিল তাঁদের সংসার। আর্থিক অনটনের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই মহিলা। সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই মহিলা। মঙ্গলবার দুপুর নাগাদ পুলিশ মারফত পরিবারের লোকজন জানতে পারে কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায় রেললাইনের ধারে দুটি ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেহ দুটি শনাক্ত করে। পরিবারের লোকদের দাবি, আর্থিক অভাবের জেরে মানসিক অবসাদে মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।
[ আরও খবরঃ মাটি চুরির অভিযোগ সভাধিপতির বিরুদ্ধে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios