top of page

বর্ষার আগেই কর্দমাক্ত জাতীয় সড়ক, ক্ষোভ এলাকাবাসীর

জাতীয় সড়ক না চাষের খেত তা দেখেও বলা সম্ভব নয়। কনুয়া রহমতপুরে ৮১ নম্বর নির্মীয়মাণ জাতীয় সড়কের এমন অবস্থার জেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Muddy national highway before the monsoon, anger of local residents
বর্ষার আগেই বেহাল অবস্থা জাতীয় সড়কের। সংবাদচিত্র।

উল্লেখ্য, সড়কপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বছর দুয়েক আগে চাঁচল-হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের বাইপাস রাস্তার কাজ শুরু হয়। অভিযোগ, কাজ শুরু হলেও প্রচণ্ড ধীরগতিতে কাজ চলছে। প্রতিবাদে একাধিকবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হয়েছেন রহমতপুর কনুয়া এলাকার বাসিন্দারা। বর্ষা আসার আগেই রাস্তা যেন রূপ নিয়েছে চাষের খেতে। রাস্তা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এনিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই রাস্তার কাজ ধীরগতিতে চলছে। বর্ষা শুরুর আগেই রাস্তা চলাচল করার অযোগ্য হয়ে উঠেছে। যানবাহন তো দূর, পায়ে হেঁটে মানুষও চলাচল করতে পারছে না।


যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, টানা কাজ চলছে। দ্রুত কাজ শেষ হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page